কথা বললো ৩ হাজার বছরের পুরোনো মমি !
কলকাতা টাইমসঃ
প্রাচীন এক মিসরীয় ধর্মযাজকের মমি। প্রায় তিন হাজার বছরের পুরোনো।নেসিয়ামান নামের এই ধর্মযাজকের গলার স্বর বের করে আনলেন ইউনিভার্সিটি অফ লন্ডনের বিজ্ঞানীরা। এমনই অবাক করে দেওয়ার মতন ঘটনা ঘটিয়ে তাক লাগিয়েছেন গোটা বিশ্বকে।
নেসিয়ামানের সংরক্ষিত মৃতদেহের কণ্ঠের খুঁটিনাটি স্ক্যান করেন বিজ্ঞানীরা। থ্রি ডি প্রিন্ট করে বের করে আনেন ভোকাল ট্র্যাক্টের খুঁটিনাটি। সেই ভোকাল ট্র্যাক্ট পরীক্ষা করেই তৈরি করা সম্ভব হয়েছে ওই মৃত ব্যক্তির কণ্ঠস্বর। আপাতত শুধু একটা স্বর বের করা গেছে। গবেষকরা জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে সক্ষম হবে তারা।