১০ কোটি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ‘চা’ !
কলকাতা টাইমসঃ
জানেন কী, ব্রিটিশ চা কোম্পানি ‘পিজি টিপস’ -এর একটি টি-ব্যাগের দাম প্রায় ১০ লাখ টাকা। এটিই বিশ্বের সবচেয়ে দামি টি-ব্যাগ। জানা গেছে, হীরক খচিত ‘পিজি টিপস’ -এর মহামূল্য এই টি-ব্যাগ তৈরি এবং বিক্রি করা হয় ম্যানচেস্টার চিল্ড্রেন’স হাসপাতালের শিশুদের চিকিৎসা খাতে সাহায্যের উদ্দেশ্যে।
কিন্তু বিশ্বের সবচেয়ে দামি চা তৈরি হয় চীনের ফুজিয়ান প্রদেশের ‘দ্য হং পাও’-এর কারখানায়। ‘দ্য হং পাও’ -এর ১ কেজি চা পাতার দাম প্রায় ১৫ লক্ষ মার্কিন ডলার। টাকার হিসাবে প্রায় ১০ কোটি টাকা। এটি আসলে জৈব চা। ফুজিয়ান প্রদেশের ইউয়ী পর্বতমালায় ‘দ্য হং পাও’ নামে একটি দুষ্প্রাপ্য গাছের পাতা দিয়ে এই চা তৈরি হয়। এই পাতা উচ্চ ঔষধিগুণ সম্পন্ন। এর দুষ্প্রাপ্যতা আর ঔষধিগুণের জন্যই এই চায়ের এত দাম।