ইংরেজি জানে না দলিতকন্যা : মুখে চুনকালি মাখালেন শিক্ষক
কলকাতা টাইমস :
তার অপরাধ দুটি। প্রথম সে দলিত সম্প্রদায়ের, দ্বিতীয় ইংরেজি পরীক্ষায় কম নাম্বার পেয়েছে।কিন্তু তাই বলে যাকে গুরুকে ভারতে ঈশ্বরের পরে স্থান দেওয়া হয় তিনি এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর সাথে যা করলেন তা এই পেশাকেই কালিমালিপ্ত করে দিল। ইংরেজি পরীক্ষায় কম নম্বর পাওয়ার কারণে এক ছাত্রীর মুখে কালি মাখালেন স্কুলেরই শিক্ষক। এই কাজ করেই ক্ষান্ত হননি অভিযুক্ত শিক্ষক। দলিত সম্প্রদায়ের ওই মেয়েটির মুখে কালি মেখে গোটা স্কুলে ঘোরান অভিযুক্ত ওই শিক্ষক।
ঘটনাটি হরিয়ানার। জানা গেছে, এর আগেও বহু শিক্ষার্থীদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মেয়েটির বাবা। সেই অভিভাবকদের নিয়ে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান তিনি। অবিলম্বে স্কুলটি বন্ধ করে দেওয়া উচিত বলে মত তার। ওই ব্যক্তি বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রী কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেনি তো কী হয়েছে! এই ধরনের আচরণ করা একেবারেই উচিত হয়নি ওই শিক্ষকের।