অংকের ক্লাসে ‘প্রেমের ফর্মুলা’ শিখিয়ে বরখাস্ত শিক্ষক
কলকাতা টাইমসঃ
অংকের ক্লাসে ‘প্রেমের ফর্মুলা’ শিখিয়ে বরখাস্ত হলেন এক শিক্ষক। হরিয়ানার কার্নালের গভর্নমেন্ট কলেজ ফর উইমেন্সে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত ওই কলেজের অ্যাসিট্যান্ট প্রফেসর চরণ সিং।
এক ছাত্রী ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভিডিওতে দেখা যায়, ব্ল্যাকবোর্ডে ওই প্রফেসর লিখেছেন, ‘ক্লোজনেস-অ্যাট্রাকশন = ফ্রেন্ডশিপ’। আবার পরের লাইনে লেখা, ‘ক্লোজনেস + অ্যাট্রাকশন = রোমান্টিক লাভ’। এই সব ফর্মুলার মাধ্যমে তিনি বুঝিয়েছেন ভালো সম্পর্কের গোড়ার কথা হল, ক্লোজনেস, অ্যাট্রাকশন ও ফ্রেন্ডশিপ। ভিডিও ভাইরাল হতেই তা পৌঁছে যায় কলেজের প্রিন্সিপালের কাছে। তারপরই তাকে বরখাস্ত করা হয়।