বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেললেই হয়ে যাবে বিশুদ্ধ জল !
কলকাতা টাইমস :
আজব কারবার, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে জলে ফেললেই জল হবে বিশুদ্ধ, হবে ব্যাকটেরিয়া মুক্ত। অবিশ্বাস্য মনে হলেও ঘটনা তাই। বইটি আবার পাঠও করা যাবে। বইটির পৃষ্ঠাতেই ইংরেজি ও স্থানীয় ভাষায় লেখা রয়েছে এর ব্যাবহার বিধি।
পৃষ্ঠা ছিঁড়ে জলে ফেললে জল বিশুদ্ধ হবে, এমন একটি বইয়ের প্রথম মাঠ পরীক্ষণ সফল বলে প্রমাণিত হয়েছে। এই ‘পানযোগ্য বই’য়ের পৃষ্ঠাগুলোতে লেখা রয়েছে কেন জল বিশুদ্ধ করা প্রয়োজন এবং সেটা কীভাবে করা যায়। পৃষ্ঠাগুলোতে রয়েছে রূপা ও তামার ক্ষুদে কণার আস্তরণ, যা মূলত পানিতে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলে।
পরীক্ষণে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও গানার ২৫টি দুষিত উৎস থেকে জল সংগ্রহ করে এই পানযোগ্য বইয়ের পৃষ্ঠা ব্যবহার করার পর দেখা গেছে, জল থেকে শতকরা ৯৯ ভাগেরও বেশি ব্যাকটেরিয়া দূরীভূত হয়েছে। এর ফলে যে জলে পাওয়া যাচ্ছে তা যুক্তরাষ্ট্রের ট্যাপে সরবরাহ করা পানির মতোই বলে উল্লেখ করছেন গবেষকরা।
যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির আড়াইশ’তম জাতীয় বৈঠকে এ ফলাফল উপস্থাপন করা হয়।