ইদ কোথায়? কান্নার রোলে ভোরে উঠল গোটা দেশ  – KolkataTimes
April 5, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ইদ কোথায়? কান্নার রোলে ভোরে উঠল গোটা দেশ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বাংলাদেশের বৃহত্তম উৎসবে পরিবারের সঙ্গে মিলিত হতে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরের বাড়িতে গিয়েছেন কোটি কোটি মানুষ। রবিবার পর্যন্ত ঢাকা ছেড়েছেন এক কোটির বেশি মানুষ।

ঢাকায় জাতীয় ইদগা ময়দানে নমাজ পাঠ করেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস । বঙ্গভবনে ইদের নমাজ পাঠ করেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন । দেশটির অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বহু বছর পর এবার পরিবারের সঙ্গে ইদ পালন করছেন। চিকিৎসার জন্য তিনি বর্তমানে লন্ডনে আছেন। এখন অনেকটাই সুস্থ। ইদে বিএনপি কর্মীদের কাছে খুশির খবর হল খালেদার দেশে ফেরা। এপ্রিলের মাঝামাঝি নাগাদ তিনি ঢাকায় ফিরবেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি  নেতারা দিনটি জনসংযোগের উদ্দেশে ব্যবহার করবেন। তারা দেশের নানা প্রান্তে গিয়েছেন ইদের জমায়েতে অংশ নিতে। সকাল থেকে পথেঘাটে, মহল্লায় ইদের পরিবেশ। নতুন পোশাক পরে নমাজে অংশ নিয়েছেন মানুষ।

অন্যদিকে, ভারতে অবস্থান করছেন আওয়ামী লিগের  সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশবাসী এবং দলকে ইদের শুভেচ্ছা জানিয়ে আক্ষেপ করেছেন এবার পরিজনের সঙ্গে ইদ পালন করতে না পারায়। দলের সেই নেতা-কর্মীদের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন যারা এবার অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিবারের সঙ্গে ইদ পালন করতে পারছেন না।

সংখ্যাটি কত? আওয়ামী লিগ দাবি করছে তাদের প্রায় এক কোটি কর্মী-সমর্থক এলাকা ছাড়া। যারা এলাকায় আছেন তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। প্রতি মুহূর্তে সেনা-পুলিশের ধাওয়া, ঘরবাড়িতে হামলা, খুন হওয়ার আতঙ্ক বয়ে বেড়াতে হচ্ছে তাদের। দলটির দাবি, গত বছরের ৫ অগাস্টের পর তাদের হাজারের বেশি নেতা-কর্মী খুন হয়েছেন। ইদ নেই তাদের পরিবারেও। আওয়ামী লিগের প্রেসিডিয়াম সদস্য তথা সাবেক মন্ত্রী আবদুর রহমানের (Abdur Rahaman) কথায়, কোটির বেশি আওয়ামী লিগ কর্মী-সমর্থক এবার ইদের আনন্দ থেকে বঞ্চিত। তাঁর কথায়, ইউনুস সরকার এই পরিস্থিতির জন্য দায়ী।

Related Posts

Leave a Reply