January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

 তার ভার্জিনিটি কিনে নেওয়া মানুষটির প্রেমেই পাগল যুবতী 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

নিজের ভার্জিনিটি বিক্রি করেন জ্যাসমিন নামে প্যারিসের এক ২০ বছর বয়সী যুবতী। একটি ভিডিও মেসেজে তিনি তার যৌন জীবনের প্রথম রাতের সত্ত্ব বিক্রি করতে চেয়ে বিজ্ঞাপন দেন। যে ব্যক্তি শেষ পর্যন্ত তার ভার্জিনিটি কেনেন, তার প্রেমেই এখন হাবুডুবু খাচ্ছেন জ্যাসমিন।

সিন্ডেরেলা এসকর্ট নামের একটি সংস্থার সাহায্যে নিলামে তোলেন নিজের ভার্জিনিটি। লস অ্যাঞ্জেলেসের এক DJ দর হাঁকেন ৯ লক্ষ ইউরো। তার আগে এক জার্মান রিয়েল এস্টেট ব্যবসায়ী দর হাঁকেন ৬ লক্ষ উইরো। কিন্তু ১০ লক্ষ পাউন্ড দর দিয়ে নিউ ইয়র্কের এক ওয়াল স্ট্রিট ব্যাঙ্কার শেষ পর্যন্ত কিনে নেন তার প্রথম রাতের সত্ত্ব। ভিডিওতে জ্যাসমিন বলেন, ‘আমার পরিবার অত্যন্ত ধর্ম বিশ্বাসী। তাই ভার্জিনিটি আমার কাছে খুব গুরুতর বিষয় ছিল। ভেবেছিলাম বিয়ের পরই তা তুলে দেব স্বামীর কাছে। কিন্তু আমি অন্য কিছু ভেবেছি। প্যারিসের মতো শহরে থাকতে গেলে অনেক খরচ বহন করতে হয়। তা ছাড়া বিশ্বের বহু দেশ দেখা এবং নিজের ব্যবসা শুরু করার ইচ্ছে রয়েছে। যাতে আমি ভবিষ্যতে আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি।’

ব্যাঙ্কারকে দেখে যদিও তার প্রেমে পড়েছেন জ্যাসমিন। জানান, প্রথমে নার্ভাস থাকলেও সেই ব্যক্তির অমায়িক ব্যবহার তাকে মুগ্ধ করেছে। প্রথম সাক্ষাতেই প্রেমে পড়েছেন তাঁর। ভবিষ্যতে কী রয়েছে তা আপাতত জানা নেই, তবে বিশ্ব ভ্রমণে সেই ব্যক্তির সঙ্গেই বেরোতে চান জ্যাসমিন।

 

Related Posts

Leave a Reply