টয়লেটে অভিনব টেলিভিশন !
কলকাতা টাইমসঃ
স্পেনের সানদিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কর্তৃপক্ষ তাদের টয়লেটে টেলিভিশন বসিয়েছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদই প্রথম এই কাজ করল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। তবে এই টেলিভিশন থাকবে শুধুমাত্র পুরুষদের টয়লেটে।
কিন্তু মাঠের ম্যাচ দেখানোর জন্য এ কাজ করা হয়নি বলেই জানা যাচ্ছে। স্টেডিয়ামের টয়লেটের টিভিতে দেখানো হবে শুধুই বিজ্ঞাপন। ‘সুইস ইনভেন্ট’ নামে এক সুইস কোম্পানি প্রস্তুত করেছে টয়লেটের জন্য এমন টিভি। স্পেনের অন্য এক স্টেডিয়াম, বুটার্কি-তে ইতিমধ্যেই এমন টিভি বসানো হয়েছে। এবং সেখানে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের পরিমাণ নজর কেড়েছে দেশের অন্যান্য ক্লাবগুলোর।
গবেষণা বলছে, স্টেডিয়ামের টয়লেটে গড়ে ৩০ সেকেন্ড সময় কাটান এক জন পুরুষ। এবং সে সময়ে তাঁদের সম্পূর্ণ নজর কাড়ে টেলিভিশনের এই বিজ্ঞাপনগুলো। যার ফলে ক্রেতার সংখ্যা একটু হলেও বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত, অত্যাধুনিক এই প্রজেক্টে পানি অপচয়ও বন্ধ করা গেছে প্রায় ১০০ শতাংশ। জানা গেছে, রিয়ালের পরে স্পেনের আরও এক ক্লাব, বেতিস সেভিলা-ও এই প্রযুক্তি স্থাপন করার কথা ভাবছে।