November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বলুন তো ২০১০-২০ মধ্যে ক’টি শনিবারে ১৮ তারিখ আছে?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

প্তাহের প্রথম দিন মানেই শনিবার। কর্মজীবি হোক বা ব্যবসায়ী, প্রতি সপ্তাহের কাজ শুরুই হয়ে থাকে এই শনিবার থেকে। তবে এই শনিবারের আগে শুক্রবার মানেই বাঙালি একটু আয়েশিভাবে সময় কাটান।

এদিন তাদের কোন কাজ থাকে না। সব কিছুই ছুটি, বন্ধ। তবে ছুটি কাটানোর পর সপ্তাহের এই প্রথমদিনে কিছুটা আলসেমি কিন্তু ভর করে শরীরে। তাতে কি! কাজ তো করতেই হবে। না করে কি আর উপায় আছে?

এদিকে জুন মাসের ১৮ তারিখ আজ কিন্তু শনিবারে। তবে জানেন কি  ২০১০ থেকে ২০২০-র মধ্যে কতগুলি শনিবারে ১৮ তারিখ পড়েছে? জ্যোতিষশাস্ত্র বলছে, এই ১০ বছরে মোট ১৯টি শনিবারে ১৮ তারিখ পড়েছে।

চলুন একনজরে দেখে নেওয়া যাক, গত ১০ বছরে শনিবারে ১৮ তারিখের হিসেব ক’টি শনিবারই বা এই দৃষ্টান্তকে ছুঁয়ে যায়?

২০১০— এই বছরে সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দু’টি শনিবারে ১৮ তারিখ পড়েছিল।

২০১১— জুন মাসে একটি শনিবারে ১৮ তারিখ পড়েছিল।

২০১২— ফেব্রুয়ারি ও অগাস্টে দু’টি শনিবার ছিল ১৮ তারিখ।

২০১৩— এই বছরের মে মাসে একটি শনিবার ছিল ১৮ তারিখ।

২০১৪— জানুয়ারি ও অক্টোবর মাসের দুই শনিবারে ১৮ তারিখ পড়েছিল।

২০১৫— এপ্রিল ও জুলাইয়ে।

২০১৬- জুন মাসে।

২০১৭— ফেব্রুয়ারি, মার্চ ও নভেম্বরে।

২০১৮— অগাস্ট মাসে।

২০১৯— মে মাসে।

২০২০— জানুয়ারি, এপ্রিল ও জুলাইয়ে।

Related Posts

Leave a Reply