November 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ঘরে ‘তারা’ আছেন কিনা বুঝতে চাইলে রইল দশটি উপায়!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নেকে হেসে উড়িয়ে দেন ভ্রান্ত ধরণা বলে৷ অনেকে আবার তাদের অনুভব করতে পারেন৷ তবে ভুতের সিনেমার মতো আত্মা এসে কারো ক্ষতি করে দেয় এমনটা মানছেন না গবেষকরা৷ তাদের মতে শুধু মাত্র প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করাই আত্মার উদ্দেশ্য থাকে৷ কিন্তু আত্মার কোনও আকার নেই৷

তাই তারা বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয়৷ আপনার প্রিয়জনের আত্মাও আপনাকে ঘিরে রয়েছে কি? তা জানান দেবে আপনার চারপাশের পরিস্থিতিই৷ দেখে নিন বিশেষজ্ঞদের মতে ঠিক কোন কোন চিহ্ন জানান দেয় তাদের উপস্থিতি? খবর কলকাতা ২৪-এর।

১. ঘরের বাল্বের আলো কাঁপা : ভৌতিক জগত নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে আত্মা বিদ্যুৎকে প্রভাবিত করতে পারে৷ ঘরের বাল্বের হঠাৎ হঠাৎ দপদপ করা বা কাঁপা দেখে আপনি ভবতেই পারেন আপনার ঘরে কোনও আত্মার বিচরণ রয়েছে৷ নতুন বাল্ব হয়তো বারবার কিনছেন কিন্তু সেগুলিতেও একই সমস্যা দেখা দিচ্ছে এমন হলে আত্মার উপস্থিতির সম্ভবনা বেশি৷

২. ঘরের তাপমাত্রা পরিবর্তন : আপনার ঘরের সব দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও যদি আপনার ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যাচ্ছে এমন অনুভব করেন তাহলে হয়তো তাঁদের প্রবেশ ঘটেছে আপনার ঘরে৷ হঠাৎ আপনার গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে ঠাণ্ডায়৷

৩. শব্দ : আপনার নাম ধরে কেউ ডাকছে? আপনি সাড়া দিতে চাইছেন? কিন্তু অন্য কেউ তা শুনতে পাচ্ছেন না? এর থেকেও আপনি আন্দাজ করতে পারেন আপনার সঙ্গে আপনার প্রিয়জনের আত্মা যোগাযোগ করতে চাইছে৷ অনেকসময় আপনার নামের পরিবর্তে এমন কিছু শব্দও আপনি শুনতে পারেন যা অন্য কেউ পাচ্ছেন না৷

৪. বন্ধ ঘড়ি : অনেক সময়ই আমাদের ঘরের ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়৷ তাতে অবাক হওয়ার কিছুই নেই৷ কিন্তু যে সময় আপনার কোনও প্রিয়জন মারা গিয়েছেন অথবা যে সময় আপনি তাঁর মৃত্যুর খবর পেয়েছিলেন সেই সময়ে গিয়েই যদি ঘড়ির কাটা দাঁড়িয়ে যায় তাহলে আপনাকে দেখছেন তাঁর আত্মা৷

৫. মৃতদের মুখ : অনেক সময় রাস্তায় বা অন্য কোথাও এমন অনেককেই আমরা দেখি যাদের দেখলে আমাদের হঠাৎ কোনও মৃত প্রিয়জনের মুখ মনে পড়ে যায়৷ তাদের সঙঅগে অদ্ভুত মিল পাই আমরা৷ বিশেষজ্ঞরা বলছেন আসলে তাদের সেরকম দেখতে নয়৷ তাদের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রিয়জনকে দেখি৷

৬. ছায়া : অনেকসময় এমন হয় আমরা অন্যকিছু দেখতে দেখতেই অনুভব করতে পারি আমাদের পাশে কোনও ছায়া রয়েছে৷ কিন্তু হঠাৎ মুখ ঘুরিয়ে সেদিকে তাকালে আমরা কিছুই দেখতে পাই না৷ বিশেষজ্ঞদের মতে এটিও আত্মার উপস্থিতি৷

৭. স্পর্শ : আত্মা নিজেদের অস্তিত্ত্বের জানান দিতে ছুঁত পারে আপনাকে৷ এক্ষেত্রে আপনার শরীরের কোনও স্থানে একটি চাপ বা স্পর্শ অনুভূত হতে পারে৷ বিশেষজ্ঞদের মতে এরকম কিছু অনুভূত হলে আপনি আত্মাকে অনুরোধ করুন আপনার শরীরের বিশেষ কোনও স্থান স্পর্শ করতে৷ তারপরে দেখুন আপনি সেখানে কিছু অনুভব করছেন কিনা৷ এতে আপনি নিশ্চিত হতে পারবেন আত্মা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কি না সেই বিষয়ে৷

৮. কম্পিউটার : আপনার কম্পিউটার থেকে আপনি না করতেই কিছু কাজ হয়ে যাচ্ছে৷ নির্দিষ্ট কিছু লেখা হয়ে যাচ্ছে অথবা আপনি না পাঠাতেও আপনার মেল থেকে মেল চলে যাচ্ছে এরকম কিছু বারবার হলে বুঝবেন আপনার চার পাশে তার অস্তিত্ত্ব রয়েছে৷

৯. স্বপ্ন : একই স্বপ্ন বারবার দেখা বা কোনও সুন্দর স্বপ্নে তাদের উপস্থিতি অথবা কোনও ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় তাদের কথা বলে৷ যে স্বপ্নের কোনও মানে আমরা খঁজে পাই না৷ কিন্তু তার কিছু অরথ বা বার্তা থাকে যা আত্মা আমাদের জানান দেয়৷

১০. গন্ধ : আপনার প্রিয়জনের ব্যবহার করা সেন্টের গন্ধ বা খুব প্রিয় কোনও ফুলের গন্ধ আপনার ঘরে বা গড়িতে থাকলে বুঝতে হবে সে রয়েছে আপনার কাছেই৷

Related Posts

Leave a Reply