উত্তেজনা চরমে: তাইওয়ানের আকাশে একাধিক চীনা যুদ্ধবিমান
কলকাতা টাইমসঃ
ক্রমশ চরম পর্যায়ে পৌঁছচ্ছে উত্তেজনার পারদ। দিনের পর দিন চীনা যুদ্ধবিমানের অবৈধ অনুপ্রবেশে ক্রমশ বাঁধ ভাঙছে তাইওয়ানের। তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং তাইওয়ানের আকাশসীমায় চীনের যুদ্ধবিমানের অনুপ্রবেশকে ‘অপ্রয়োজনীয়’ এবং ‘ঘৃণ্য চক্রান্ত’ বলে মন্তব্য করেন। প্রসঙ্গত, তাইপেই এবং ওয়াশিংটন দক্ষিণ চীন সাগর নিয়ে নিজেদের মধ্যে সমঝোতার পর অন্তত ২০টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে বলে খবর।
চীনের প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, ‘তাইওয়ানের জনগণ স্বাধীনতা চাওয়ার নামে আগুন নিয়ে খেলছে। তাদের স্বাধীনতার দাবি আমাদের কাছে যুদ্ধের সামিল।’ প্রসঙ্গত, প্রায় ৭০ বছর ধরে বেইজিং তাইওয়ানের উপর নিজেদের অধিকার দাবি করে আসছে।