May 5, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ক্রমশ উত্তেজনা বাড়ছে চীন এবং ব্রিটেনের মধ্যে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্রমশ উত্তেজনা বাড়ছে চীন এবং ব্রিটেনের মধ্যে। যার ফল স্বরূপ এবার চীনের বিরুদ্ধে সরাসরি আসরে নামতে দেখা গেলো ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। প্রসঙ্গত, চিনে বসবাসরত উইঘুর মুসলিমদের প্রতি অন্যায় অত্যাচারের প্রতি দীর্ঘদিন ধরেই তীব্র নিন্দা জানিয়ে আসছিলো ব্রিটেন। পরবর্তীকালে চীনের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা আরোপ করে বরিস প্রশাসন।

এরপরই ইংল্যান্ডের ৯ জন ব্যক্তি এবং চারটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় সিদ্ধান্ত নিয়েছে চীন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলমানরা যে নিপীড়নের শিকার হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা থাকাটা অপরিহার্য। এক টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, চীনে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে কথা বলে এ দেশের সাংসদ এবং ব্রিটিশ নাগরিকরা চীনা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। নিপীড়নের বিরুদ্ধে কথা বলাটা দরকার এবং আমি দৃঢ়ভাবে তাদের পাশে আছি।

Related Posts

Leave a Reply