চীনের অগ্রাসন ঠেকাতে তৈরী হচ্ছে ভয়াবহ ‘সামরিক জোট’ !
কলকাতা টাইমসঃ
চীনের অগ্রাসন ঠেকাতে তৈরী হচ্ছে শক্তিশালী এক সামরিক জোট। ‘এশিয়ান ন্যাটো’ নামে ওই জোটের পরিকল্পনায় রূপকার হিসেবে এগিয়ে এসেছে আমেরিকা এবং ইউরোপের ক্ষমতাশীল রাষ্ট্র প্রধানরা। জানা যাচ্ছে, মূলত চীনের আক্রমণাত্মক বৈদেশিক নীতির কারণেই পশ্চিমি দেশগুলি এই জোট গঠনকে প্রয়োজনীয়তা অনুভব করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে চীনের অগ্রাসন এশিয়ার ভারসাম্যে বদল ঘটিয়েছে। তাই ভারসাম্য ফিরিয়ে আনতেই এই নতুন এই জোট গঠন করার প্রয়োজন অনুভব করে ক্ষমতাশীল দেশগুলো। ন্যাটোর মহাসচিব জনস স্টোলেনবার্গ জানান, এই জোট বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করবে। মনে করা হচ্ছে, আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়ার মধ্যে যে ধরনের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, তার পরিপ্রেক্ষিতেই ‘এশিয়ান ন্যাটো’র সূচনা হতে পারে।