ভয়ংকর অশনি সংকেত জম্মু-কাশ্মীরের জন্য
কলকাতা টাইমসঃ
প্রবল ঠান্ডায় ইতিমধ্যেই জুবুথুবু জম্মু এবং কাশ্মীর। গোটা উপত্যকা জুড়ে শুধু বরফের পুরু আস্তরণ। এরই মধ্যে ভয়াবহ বার্তা দিলো সেখানকার আবহাওয়া দফতর। এমনকি কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফ থেকেও আগামীদিনের জন্য শোনানো হয়েছে অশনিসংকেতের কথা। প্রবল তুষারপাত এবং শৈত্যপ্রবাহ সেখানে রীতিমতন তান্ডব চালাবে বলে খবর।
জানা যাচ্ছে, আগামী ৩১ জানুয়ারি থেকে সেখানকার আবহাওয়ার ভয়ংকর অবনতি হবে। শৈতপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে তান্ডব চালাবে বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি। এমনকী তুষারপাতের পরিমান অনেকটাই বেড়ে যাবে বলে খবর। প্রসঙ্গত, বর্তমানে মাইনাস ৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাজেহাল জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের মানুষ। যা অভূতপূর্ব রেকর্ড। উপত্যকার অন্যান্য অঞ্চলের গড় তাপমাত্রা বর্তমানে ১০ ডিগ্রির নিচে।