টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘পিচ’ ডিটেইলস
কলকাতা টাইমসঃ
আগামী ১৮ জুন সাদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে প্রথম ডেলিভারিটি দেখা যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের। ইতিমধ্যেই এই ম্যাচের বাইশ গজ সম্পূর্ণ রূপে তৈরি। এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন হলো, কেমন হবে সেই পিচ?
পিচ প্রস্তুতকারক সাইমন লি-র দাবি, এই পিচে দুটো দলই সমান সুবিধা পাবে। এই পিচে গতি এবং বাউন্স থাকবে। ব্যাটসম্যানদের কাছে দ্রুত গতিতে বল আসবে। সুতরাং জোরে বোলারদের পাশাপাশি ধৈর্য ধরলে সুবিধা পাবেন স্পিনাররাও। তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞমহল। একই সঙ্গে ইংল্যান্ডের খামখেয়ালি আবাহাওয়াকে কখনোই ভরসা করা যায় না। হঠাৎ করেই কয়েক পশলা বৃষ্টি হয়ে গেলে ভিজে বা স্যাঁতসেঁতে বাইশ গজ নিয়ে অবশ্যই চিন্তায় রয়েছেন পিচ প্রস্তুতকারক।