হাঁটতে হাঁটতে টেক্সট ম্যাসেজ নিষিদ্ধ হল এখানে
কলকাতা টাইমস :
আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের ফোর্ট লি শহরে হাঁটতে হাঁটতে টেক্সট ম্যাসেজ পাঠানো নিষিদ্ধ করা হয়েছে। গাড়ি চালক ও নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করেই স্থানীয় পুলিশ এ নিষেধাজ্ঞা জারি করেছেন। ফোর্ট লি শহরে হাঁটতে হাঁটতে সেলফোনে ম্যাসেজ লিখতে দেখলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হচ্ছে। আর এমন তৎপরতার কারণ হিসেবে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার কথাই বলছে।
ফোর্ট লি পুলিশ জানিয়েছে, কোনো দিকে খেয়াল না করেই হাঁটার কারনে ২০ জনেরও বেশি মানুষ গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। অনেকবার সতর্কবার্তা দেওয়া হলেও কোনো লাভ হয়নি। ফলে জরিমানা করা ছাড়া আর কোনো উপায় নেই। গত ছয় সপ্তাহে ১১৭ জন পথচারীকে হাঁটার সময় ম্যাসেজ লেখার দায়ে জরিমানা করা হয়েছে।
ফোর্ট লি পুলিশের প্রধান থমাস রিপোলি বলেন, এটা ভয়াবহ ব্যাপার। সেলফোনে টেক্সট করায় মগ্ন পথচারীরা জানেই না তারা কোথায় যাচ্ছে। তাদের কোনো খেয়ালই থাকে না পথ সম্পর্কে। তাই পুলিশ বিভাগ বাধ্য হয়ে নিষেধাজ্ঞা জারি করেন