‘স্ট্রিট ফুড’ বিক্রেতাদের কাছে ডাহা ফেল থাই ইন্টেলিজেন্স !
কলকাতা টাইমসঃ
বিগত চার মাস ধরে বিক্ষোভে উতাল ব্যাংকক। কোথায় কখন বিক্ষোভকারীরা জমায়েত হবেন তার খবর জোগাড় করতে নাজেহাল অবস্থা সেখানকার পুলিশ প্রশাসনের। কিন্তু বিক্ষোভের কেবল আগাম খবর পাওয়াই নয় বহু বিক্ষোভকারীর আগেই ঘটনাস্থলে পৌঁছে যেতে দেখা যাচ্ছে সেখানকার স্ট্রিট ফুড সেলারদের। এই ঘটনায় তাজ্জব সেদেশের গোয়েন্দামহল। এমন অবাককরা নেটওয়ার্কের কারণে ইতিমধ্যেই ‘সিআইএ’ তকমা পেয়েছেন সেখানকার খাবার বিক্রেতারা
প্রসঙ্গত, গত জুলাই মাস থেকে যেখানেই বিক্ষোভ সেখানেই দ্রুত হাজির হয়ে যাচ্ছেন তারা। জানা যাচ্ছে, বিক্ষোভ কর্মসূচি পরিকল্পনার প্রায় সাথে সাথেই নিজেদের মধ্যে খবর ছড়িয়ে দেন স্ট্রিট ফুড বিক্রেতারা। ফলে বিক্ষোভকারীরা বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই গরম এবং টাটকা খাবার পৌঁছে যেত সেখানে। থাই পুলিশ, এমনকি অনেক বিক্ষোভকারীর চেয়েও আগে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার এই দক্ষতার জন্য ব্যাংককের স্ট্রিট ফুড বিক্রেতাদের নাম হয়ে গেছে ‘সিআইএ’।