November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি শারীরিক

গাঁজাকে ওষুধ হিসেবে ব্যবহার করছে থাইল্যান্ড 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

গাঁজাকে ওষুধ হিসেবে ব্যবহার করছে থাইল্যান্ড। এই স্বীকৃতির ফলে সেদেশে হাজার কোটি টাকার শিল্প গড়ে উঠবে বলে আশা করছে তারা। এর আগে অবশ্য কানাডা, অস্ট্রেলিয়া, ইসরায়েলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেক অঞ্চলে গাঁজাকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হচ্ছে, এশিয়ার মধ্যে থাইল্যান্ডই প্রথম দেশ, যারা এই ধরণের পদক্ষেপ নিলো। এক মার্কিন সমীক্ষক সংস্থা ‘গ্রান্ড ভিউ রিসার্চ’ বলছে, ২০২৫ সালের মধ্যে শুধু গাজার মাধ্যমে আনুমানিক পাঁচ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার আয় করবে থাইল্যান্ড।

এই বিষয়ক একটি খসড়া বিল সেদেশের জাতীয় আইনী অ্যাসেম্বলি’তে (এনএলএ) পাঠানো হয়েছে। এই ব্যাপারে সেদেশের জনস্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জেত সিরাথরানন বলেন, আমরা বিলটি স্পিকারের কাছে পাঠিয়েছি। তিনি আরও বলেন, এটি শুধু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে। আনন্দ বিনোদনের জন্য এটা ব্যবহার করা হবে না। তিনি বলেন, আমরা এটা করছি, কারণ এটা থাই জনগোষ্ঠীর জন্য দারুণ সুযোগ। বিশ্বের সব থেকে ভালো গাঁজা এখানেই পাওয়া যায়।

Related Posts

Leave a Reply