এবার মিউজিয়ামের রূপ পাবে থাইল্যান্ডের থাম লুয়াং গুহা !
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে থাইল্যান্ডের থাম লুয়াং গুহা। এটাই সেই গুহা যেখানে ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচ ১৮ দিন ধরে আটকে পড়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের উদ্ধারকারীরা এক রুদ্ধশ্বাস রেসকিউ অপারেশন চালিয়ে শেষপর্যন্ত তাদের উদ্ধার করতে সক্ষম হয়। ইতিমধ্যেই এই ঘটনা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এই গুহাটিকেই এবার জাদুঘরে পরিণত করা হবে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, থাম লুয়াং গুহাটিকে জাদুঘরের রূপ দেওয়া হবে। উদ্ধার অভিযানের অপ্রকাশিত দৃশ্যগুলো এই জাদুঘরে প্রদর্শন করা হবে। এটি থাইল্যান্ডের সবচেয়ে আকষর্ণীয় পর্যটন স্থলে পরিণত হবে বলে মনে করছে থাইল্যান্ডের প্রশাসন। এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ছবি বানানোর কথা ঘোষণা করেছে হলিউডের দুই প্রযোজনা সংস্থা।