উহানের সেই ইন্টার্নই হলেন করোনা ভাইরাসের ‘পেশেন্ট জিরো’ !
কলকাতা টাইমসঃ
উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় দুর্ঘটনাবশত সেখানকার এক ইন্টার্ন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনিই হলেন বর্তমান অতিমারীর ‘পেশেন্ট জিরো’। এমনটাই দাবি করলো ফক্স নিউজ নামে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ফক্স নিউজের দাবি, উহানের ওয়েট মার্কেটে আদৌ বাদুড়ের মাংস পাওয়া যায়না। বেইজিংনিজেই স্বীকার করেছে এই তথ্য। উহানের ওই ল্যাবই আসলে এই ভাইরাসের উৎপত্তিস্থল। পরবর্তী সময় এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পরে।
ইতিমধ্যেই চীনের এক রিপোর্ট থেকে জানা গেছে, বাদুড় থেকে পঙ্গপাল হয়ে মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। কারণ বাদুড়ের থেকে মানুষের শরীরে সরাসরি সংক্রমণ প্রায় অসম্ভব। কিন্তু ফক্স নিউজ জানাচ্ছে, করোনা ভাইরাস ভুলবশত ল্যাবরটরি থেকে বেড়িয়ে পড়ায় বিশ্ব সংক্রমনের রূপ নেয়। প্রসঙ্গত, করোনা মহামারীকে চীনের মস্তিস্ক প্রসূত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চীনকে এর ফল ভুগতে হবে বলে হুমকিও দিয়ে রেখেছেন তিনি।