টানা ৩ দিন ১৫০ কিলোমিটার হাঁটার পর লড়াই থামলো ১২ বছরের বালিকার
কলকাতা টাইমসঃ
তেলঙ্গানার একটি লঙ্কা বাগানে কাজ করত ছত্তীসগড়ের বিজাপুরের বাসিন্দা বছর বারোর বালিকা জামলো মকদম। দ্বিতীয় দফার লকডাউন শুরু হতেই ১৫ এপ্রিল তেলঙ্গানা থেকে বিজাপুরের উদ্যেশ্যে পায়ে হেঁটেই রওনা দেয় সে। সঙ্গী আরও ১১ জন। পুলিশের চোখ এড়াতে দুর্গম জঙ্গলের পথ ধরেই বাড়ি পৌঁছনোর চেষ্টা।
টানা তিন দিন হাঁটার পর গত শনিবার নিজের গ্রাম থেকে মাত্র ১৪ কিলোমিটার আগে থেমে যায় জামলোর লড়াই। তার পেটে শুরু হয় তীব্র যন্ত্রণা। অবশেষে মৃত্যু। জানা যাচ্ছে, তার শরীর জলশূন্য হয়ে গিয়েছিল। যদিও জামলোর বাকি ১১ জন সঙ্গী বাড়ি ফিরেছে।