১২০ বছরের বৃদ্ধা মা কে খাটিয়াধরে টেনে ব্যাংকে হাজির করলেন মেয়ে !
কলকাতা টাইমসঃ
প্রধানমন্ত্রী ঘোষিত গরিব কল্যাণ যোজনার টাকা পেতে প্রাপককে হাজির হতে হবে ব্যাংকে। এমনটাই ফরমান দিয়েছিলেন ব্যাংক ম্যানেজার। অগত্যা ১২০ বছর বয়সী অসুস্থ মা লাভে বাঘেলকে খাটিয়া সমেত ব্যাংকে হাজির করলেন বৃদ্ধা মেয়ে গুঞ্জা দেই। ওড়িশার নুয়াপাড়া জেলার বরগাঁও গ্রামের এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে। এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য বৃদ্ধার বয়স সম্পর্কে তাদের কোনো ধারনা ছিল না।
প্রসঙ্গত লকডাউন শুরুর মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরিব কল্যাণ যোজনায় জনধন অ্যকাউন্টে এপ্রিল থেকে জুন প্রতি মাসে ৫০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। সেই টাকা তুলতেই ব্যাংকে গিয়েছিলেন গুঞ্জা দেই। অভিযোগ, ৯ জুন ব্যাংকে গেলে গুঞ্জাকে স্থানীয় উৎকল ব্যাংকের ম্যানেজার অজিত প্রধান জানান, অনুদান প্রাপককে স্ব-শরীরে ব্যাংকে হাজির হতে হবে। নিরুপায় গুন্যাদেবী পরদিন শয্যাশায়ী মাকে খাটিয়া ধরে টানতে টানতে ব্যাংকে হাজির হন।