January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

ফোর্বস ম্যাগাজিনে ধোনি ব্যক্তিদের তালিকায় উঠে এলো এই ৬ বছরের বালক 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বয়স মাত্র ছ’বছর। কিন্তু তার আয় বছরে ৭১ কোটি টাকা৷ এই কোটিপতি ক্ষুদের নাম রায়ান৷ ইউটিউব ভিডিও থেকে সে এই টাকা আয় করে৷ ‘Ryan Toys Review’ নামেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই ক্ষুদে৷ রায়ান ও তার পরিবারের উদ্যোগে চলা এই ইউটিউব চ্যানেলে খেলনার রিভিউ করা হয়৷ মজাদার ভঙ্গীতে সেই রিভিউ করে রায়ান৷ ক্রমে এর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে৷

দুনিয়ার রকমারি খেলনার রিভিউ শুনতে শুধু ছোটরাই নয় বড়রাও দেখে থাকেন রায়ানের ভিডিও৷ ফলে দর্শক সংখ্যা বাড়ছে প্রতি দিনই৷ ফোর্বস ম্যাগাজিনের ধনী ব্যক্তিত্বের তালিকায় স্থান করে নিয়েছে রায়ান৷ জানা গেছে, এত সংখ্যক দর্শক বারবার তার Ryan Toys Review ভিডিও দেখেন ফলে তার থেকে প্রাপ্ত অর্থ বাবদ রায়ান মাসে আয় করে ৬ কোটি টাকা৷

 

Related Posts

Leave a Reply