January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

সব ফরম্যাটের জন্যই অস্ট্রেলিয়া দলের অধিনায়কের নাম ঘোষণা করলো এসি 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বল টেম্পারিং কেলেঙ্কারিতে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর টেস্টের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম পেইনের হাতে। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক কাকে করা হবে তা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে অজিদের সমস্ত বিভাগের অধিনায়কের নাম ঘোষণা করা হলো। যেখানে ওয়ানডেতে সেই পেইনের ওপরই ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে এক সময় এই ফরম্যাটের দলনেতা হিসেবে থাকা অ্যারন ফিঞ্চকে।

আগামী জুনে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও এক ম্যাচের জন্য টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে সিএ। ৫০ ওভারের দলে ফিঞ্চকে সহ-অধিনায়ক করা হয়েছে। যেখানে দলে ফিরেছেন শন মার্শ ও স্পিনার নাথান লায়ন। নেওয়া হয়েছে এই ফরম্যাটে এখন পর্যন্ত না খেলা ডা’আর্সি শর্টকে। টি-টোয়েন্টি দলে ফিঞ্চের ডেপুটি করা হয়েছে অ্যালেক্স ক্যারিকে। আগামী ১৩, ১৬, ১৯, ২১ ও ২৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর ২৭ জুন একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

 

Related Posts

Leave a Reply