গরুর কারণে নতুন আইন আনতে বাধ্য হলো অস্ট্রিয়া প্রশাসন!
কলকাতা টাইমসঃ
অস্ট্রিয়ায় একটি গরুর পায়ের তলায় পিষ্ট হয়ে এক জার্মান মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তৈরী হলো নতুন আইন। ২০১৪ সালের ওই ঘটনার জন্য দায়ী করা হয় ওই পর্যটকের পোষা কুকুরকে।
অস্ট্রিয়ার টিরোল অঞ্চল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পর্যটকদের কাছে সেখানকার খামার ও পশুপাখি অন্যতম আকর্ষণ। কিন্তু নতুন আইন বলছে, নিজেদের পোষা পশুদের নিয়ে বেড়াতে গেলে মানতে হবে বিশেষ কিছু নিয়ম। খামারে বেড়ানোর সময় পোষ্যদের লাগাম পরিয়ে রাখা যাবে না।