তালিবান জঙ্গিদের বিরুদ্ধে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ালো আফগান সরকার
কলকাতা টাইমসঃ
আফগানিস্তানে তালিবান জঙ্গিদের সঙ্গে চলা অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। একইসঙ্গে জঙ্গিদের শান্তি আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন তিনি। এদিকে অস্ত্রিবিরতির মধ্যেই শনিবার নানগড়হার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে খবর।
এবারের ঈদে অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থেকেছে আফগানিস্তান তথা গোটা বিশ্ব। ঈদ উপলক্ষে ঘোষিত অস্ত্র বিরতিতে রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে একই সঙ্গে উৎসব উদযাপন করলো আফগান সেনাবাহিনী ও তালিবান জঙ্গিরা। শান্তিপূর্ণ সহাবস্থানের এই দৃশ্য আগে কখনো দেখা যায়নি। পুলিশ জানায়, চেকপোস্টে অস্ত্র জমা দেওয়ার পর শহরে ঢুকতে দেওয়া হয় জঙ্গিদের। কাবুলের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েইস বারমাকের সঙ্গে দেখাও করেন জঙ্গিরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালিবানদের তোলা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সরকার ঘোষিত অস্ত্র বিরতির মেয়াদ শেষ হচ্ছে আজ। তবে এর মেয়াদ আরও বাড়ানোর কথা ঘোষণা করেছেন আফগান প্রেসিডেন্ট। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, আমরা আফগান তালিবানদেরও অস্ত্র বিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানাচ্ছি। অস্ত্রবিরতি চলাকালীন আহত তালিবান সদস্যদের চিকিৎসার সুবিধা দেবে সরকার। মানবিক সহায়তার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও তারা দেখা করতে পারবে।
এই বিষয়ে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি তালিবানরা। গত সপ্তাহে তালিবান নেতা আখন্দজাদা জানিয়েছিলেন, সরকারের সঙ্গে সমঝোতার আগে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। সরকার ও তালিবানের এমন সহাবস্থানে স্বস্তিতে সেদেশের সাধারণ জনগণ। দীর্ঘ দিনের সংকটের সমাধান চান তারা।