November 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ক্ষমতার লোভে অত্যাচারী তালেবানদের সঙ্গে ক্ষমতা ভাগের প্রস্তাব আফগান সরকারের 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
নিজেদের পতন ঠেকাতে তালেবানকে ক্ষমতার ভাগ দেওয়ার প্রস্তাব দিয়েছে আফগানিস্তান সরকার। আফগান সরকারের একটি সূত্র তরফে এ তথ্য জানা গেছে ।

ওই সূত্রে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবারই গুরুত্বপূর্ণ গজনি শহরের দখল নিয়েছে তালেবান। শহরের পরিত্যক্ত সেনা ঘাঁটির ছবিও প্রকাশ করেছে তারা।

গজনি প্রদেশের রাজধানী শহরের অবস্থান কাবুল থেকে মাত্র দেড়শ কিলোমিটার দূরে। সামরিক অবস্থানগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরটি।

এর আগে কাতারে একাধিকবার যুক্তরাষ্ট্র এবং আফগান সরকারের শান্তি বৈঠক হয়েছে। শান্তি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী গুলাম ফারুক মাজরো বৃহস্পতিবার বলেন, এবার সরকারের পক্ষ থেকে যুদ্ধ বিরতির জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে তালেবান প্রতিনিধিদের। বিশেষজ্ঞদের ধারণা- ক্ষমতার ভাগাভাগি সেই ‘সুনির্দিষ্ট প্রস্তাব’।

এদিকে আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করার পরই আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমশ পিছু হটছে আফগান সেনারা।

এরই মধ্যে ১০টি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে।  বুধবার আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা শঙ্কা প্রকাশ করেছেন, আগামী ৯০ দিনের মধ্যেই রাজধানী কাবুল তালেবানের দখলে চলে যাবে।

Related Posts

Leave a Reply