নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগ স্পেন অধিনায়ক সার্জিও রামোসের বিরুদ্ধে
কলকাতা টাইমসঃ
এবার ডোপ টেস্ট বিতর্কে জড়িয়ে গেলো রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের। তার বিরুদ্ধে অভিযোগ তিনি চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচের আগে নিষিদ্ধ ওষুধ ব্যবহার করেছিলেন। যার নাম ডেক্সামেথাসোন।
জানা গেছে, ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগের পর ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট পাওয়া যায় রামোসের। এই ব্যাপারটি রিয়াল ও উয়েফা উভয় কতৃপক্ষ গোপন করে। জানা যায়, হাঁটু আর কাঁধে দুটি ইনজেকশন নিয়েছিলেন রামোস, যেখানে নিষিদ্ধ ড্রাগ ডেক্সামেথাসোনের উপস্থিতি ছিল। তবে ডোপ পরীক্ষায় রামোস পজেটিভ থাকলেও রিয়ালের প্রধান চিকিৎসক নিষিদ্ধ ড্রাগের কথা উয়েফার কাছে পাঠানো রিপোর্টে উল্লেখ করেননি ।
উয়েফা অবশ্য ব্যাপারটা ধরতে পেরে জানতে চাইলে রামোস তাদের কাছে ক্ষমা চান এবং তারা স্পেন অধিনায়ককে কোনো শস্তি দেয়নি। এমনকি, সেই চিকিৎসক সব দায় নিজের কাঁধে নিলেও উয়েফা সেই চিকিৎসকেও কোনো সাজা দেয়নি। উল্লেখ্য, ডেক্সামেথাসোন ব্যথানাশক হিসেবে কাজ করে, খেলার মাঠে স্নায়ু শীতল রাখে। এছাড়াও এই নিষিদ্ধ ড্রাগটি মনোযোগ ও চেতনাশক্তি বাড়াতে সাহায্য করে।