January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ফ্রান্সে জরুরি অবস্থার ঘোষণা শুধু সময়ের অপেক্ষা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নেবে তার দেশ। দেশের শান্তি রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। ফ্রান্সে জ্বালানির দাম বাড়ানো নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর তিনি এই কথা বলেন। রবিবার তিনি সংঘর্ষ প্রবণ এলাকা পরিদর্শন করেন। সেদেশে যেকোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দেন ম্যাক্রো।

সংঘর্ষে ১৩৩ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর ৩৩ জন সদস্যও রয়েছেন। আর নিরাপত্তা বাহিনী ৪১২ জন বিক্ষোভকারীকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে। শনিবারের এই বিক্ষোভটি ছিল এই দশকের সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ। দেশের পার্লামেন্টের সামনে প্রায় ৭৫ হাজার বিক্ষোভকারী শনিবার অবস্থান করে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছেন। তারা স্লোগান দিচ্ছেন ইম্যানুয়েল ম্যাক্রোর পদত্যাগ চাই।

 

Related Posts

Leave a Reply