পরস্পরের শুটিং রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে ভারত এবং চীনের সেনাবাহিনী
কলকাতা টাইমসঃ
একেই বোধহয় বলে দ্বিচারিতা। একদিকে আলোচনা, অন্যদিকে ক্রমশ ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসা। সঙ্গে যুদ্ধের প্রস্তুতি। মস্কোয় যখন দুই দেশের বিদেশমন্ত্রী আলোচনায় মগ্ন, ঠিক সেই সময় ভারত-চীন সীমান্তে পরস্পরের শুটিং রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে দুই দেশের সেনা। জানা যাচ্ছে, পূর্ব লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে স্পানগর গ্যাপে ভারতীয় সেনার শ্যুটিং রেঞ্জের মধ্যে ঢুকে এসেছে চীনা সেনারা। ফলে ভারতীয় সেনায় জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। চীনা সেনার কোনোরকম প্ররোচনায় পা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
আগস্ট মাসের ৩০ তারিখ থেকে গুরুং হিল ও মাগার হিলের মধ্যবর্তী স্পানগর গ্যাপে অবৈধভাবে সেনা মোতায়েন করছে চীন। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তের এই অংশে এখন দুই দেশের সেনাই পরস্পরের শ্যুটিং রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত এখন ভারতীয় সেনার দখলে। তবে পূর্ব লাদাখে এখনও বেশ কিছু এলাকায় নতুন করে ঘাঁটি তৈরি করেছে চীনা সেনারা। গোয়েন্দা সূত্রে খবর, প্যাংগং লেক এলাকায় নতুন করে সেনা ছাউনি লক্ষ করা গেছে।