টয়লেটে না পেয়ে ডায়াপার পরে ধরিত্রীতে অবতরণ !
মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী মেগান ম্যাকআর্থার জানিয়েছেন, পরিস্থিতি সামলে নেওয়ার মতো।
তিনি আরো বলেছেন, কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই মিশনে আরেকটি চ্যালেঞ্জের মুখে পড়েছি আমরা; তবে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। এ নিয়ে তারা ভয় পাচ্ছেন না বলেও জানিয়েছেন মেগান।
প্রায় ২০ ঘণ্টা ধরে তাদের ডায়াপার পরে থাকতে হতে পারে। এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন চার মহকাশচারী। একটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের টয়লেটে সমস্যার কারণে তারা এই বিপাকে পড়েছেন।
শনিবার নাসা জানিয়েছে, পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার উপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে ডায়াপার পরে রয়েছেন চার মহাকাশচারী জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো, মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস অ্যাজেন্সির থমাস পেসকাট।
এই চার মহাকাশচারীরা ছয় মাস ধরে ছিলেন মহাকাশে বিভিন্ন গবেষণা চালানোর জন্য। তাদের এবার পৃথিবীতে ফিরে আসার কথা। সমস্যা হওয়া টয়লেট পরে অবশ্য তারা মেরামত করেছেন। তবে সেটি আর ব্যবহার করা যায়নি।
ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর ক্রু-২ মিশন রকেটে চাপিয়ে ওই চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না স্পেস এক্স-এর রকেট। ফলে ডায়াপার পরে পৃথিবীতে ফিরে আসার অপেক্ষায় আছেন চার মহাকাশচারী!