রবিঠাকুরের স্বাক্ষর করা বই এবার নিলামে উঠতে চলেছে
নিউজ ডেস্কঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর সম্বলিত একটি বইয়ের নিলাম হচ্ছে আমেরিকায়। বইটির নাম ‘দ্য কিং অব দ্য ডার্ক চেম্বার’। এটি বাংলা নাটক ‘রাজা’র ইংরেজি অনুবাদ।
১৯১৬ সালে ম্যাকমিলান সংস্থা থেকে বইটি প্রকাশিত হয়। বইটির ভূমিকার পাতায় ফাউন্টেন পেনে কবিগুরুর স্বাক্ষর রয়েছে। অনলাইন নিলামের জন্য বইটির ‘বিডিং’ শেষ হবে ৭ মার্চ। বইটির নিলাম থেকে ৫০০ মার্কিন ডলার পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পান ১৯১৩ সালে। ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিলেন ১৯১৫ সালে। কিন্তু, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯১৯ সালে তিনি নাইট উপাধি ত্যাগ করেন।