January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

২০১৪ বিশ্বকাপের সেই সুন্দরী রাশিয়া বিশ্বকাপেও ‘হানি শট’!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

আকর্ষণীয় ও সুন্দরী মহিলা সমর্থকদের অনেক সময়েই ‘জুম’ করে তুলে ধরা হয়। ভিডিওগ্রাফির পরিভাষায় যাকে বলে ‘হানি শট’। এমন ‘হানি শট’ অনেকের জীবনেই পরিবর্তন নিয়ে এসেছে। বিবিসির ১০০ জন এমনই মহিলাদের মধ্যে স্থান পাওয়া নাতালিয়া বেটটানকুর।

২০১৪ বিশ্বকাপের সময় পপ স্টার রিয়ানার দৃষ্টি কাড়ে নাতালিয়ার ছবি আর তিনি সেটি তার টুইটারে প্রকাশ করেন ‘কলম্বিয়ান সুন্দরী’ শিরোনামে। আর এর পরই জীবন বদলে যায় তার।
২০১৪ সালের ব্রাজিল ও কলম্বিয়ার খেলায় গ্যালারিতে নিজ দেশের সমর্থন জানাচ্ছিলেন নাটালিয়া। সেই সময় তার ‘হানি শট’ -এর প্রচার পরবর্তী জীবনে নাতালিয়াকে করে তোলে একজন মডেল এবং টিভি ব্যক্তিত্ব। নাতালিয়া  বিশ্বকাপ শেষে ব্রাজিল থেকে ফিরে আসার সময় জানতেনও না যে কি বিস্ময় অপেক্ষা করছে তার জন্যে।

নাটালিয়া বলেন যে, “এই ছবি আমার জন্যে মিডিয়ার দরজা খুলে দেয়। এর আগে আমি আমার বন্ধুর সাথে একটি নির্মাণ সামগ্রী সরবরাহ কোম্পানি খুলেছিলাম।” এক মাসের মধ্যে নাটালিয়া চলে আসেন পুরুষদের একটি ম্যাগাজিনের প্রথম পাতায়। এখনো বন্ধুর সাথে তার সেই নির্মাণ সামগ্রীর কোম্পানিটি থাকলেও নাটালিয়া দেশটির অনেকগুলো পণ্যের মডেল, সম্প্রতি তিনি কাজ করছেন চুলের সৌন্দর্য রক্ষার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে।

ব্রাজিল বিশ্বকাপ ছিল নাটালিয়ার প্রথম অভিজ্ঞতা। এবারও রাশিয়ায় খেলা দেখতে এসেছেন তিনি এবং ইংল্যান্ড কলম্বিয়া ম্যাচে আবারো ধরা পরেছেন টেলিভিশন ক্যামেরায়। তার মতে, ‘এবারো আমাকে জুম করে দেখানো হয়েছে, আর আমারতো মনে হয় আগের চাইতে আরো হাসিখুশিই দেখাচ্ছিল।

Related Posts

Leave a Reply