‘আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো রেহাম খানকে বিয়ে করা’ -ইমরান

কলকাতা টাইমসঃ
দ্বিতীয় স্ত্রী রেহামকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল বলে স্বীকার করলেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ১১ আগস্ট পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রাক্তন এই ক্রিকেটার। নির্বাচনের আগেই ইমরান খানের চরিত্র নিয়ে নানান তীর্যক মন্তব্য করেছেন রেহাম। শুধু মন্তব্যই নয়, এই সমস্ত বিষয় নিয়ে রীতিমতো একটি বইও লিখে ফেলেছেন তিনি।
প্রথমে বিষয়টিকে বিরোধীদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছিলেন ইমরান খান। এবার রেহামের সঙ্গে বিয়ের অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করলেন ইমরান। রেহামের জবাবে ইমরান খান বলেন, আমি এটা বলব যে, আমি জীবনে যে ভুলগুলো করেছি তার মধ্যে আমার দ্বিতীয় বিয়ে সব থেকে বড় ভুল। পাকিস্তানের সাধারণ নির্বাচনে অবশ্য রেহামের দাবি খুব একটা প্রভাব ফেলতে পারেনি। জনগণ ইমরান খানকেই শেষ পর্যন্ত নির্বাচিত করেছে।