কলকাতা টাইমসঃ
হতদরিদ্র পরিবার। বাবা শাড়ি কারখানার দিনমজুর। মা রাস্তার ধারে খাবার বিক্রি করন। এমনই এক পরিবার থেকে মাত্র দু’বছরের ক্রিকেট জীবনে হঠাৎই কোটিপতি হয়ে উঠলেন ভারতের প্রতিশ্রুতিমান ক্রিকেটার থাঙ্গারাসু নটরাজন। যেভাবে উত্থান ঠিক সেভাবেই মাত্র দু’বছরের মধ্যেই হারিয়ে গেলেন অন্ধকারে।
প্রথম শ্রেণির ক্রিকেটে নটরাজনের অভিষেক ২০১৫ সালে। ১৬ ম্যাচে তার সংগ্রহ ছিল ৪৮টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স দেখে ২০১৭ সালে তাকে তিন কোটি টাকার বিনিময়ে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। জীবনের প্রথম আইপিএলে ব্যর্থ হন নটরাজন। ৬টি ম্যাচে তার প্রাপ্তি মাত্র ২টি উইকেট।কনুইয়ে চোটের জন্য ২০১৭-১৮ সালে রনজি খেলতে পারেননি এই ক্রিকেটার। তারপরও ২০১৮ আইপিএলে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। বসিয়ে রাখা হয় রিজার্ভ বেঞ্চে। আর এবছর নিলামে মাত্র ৪০ লাখেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। এটাই ছিল তার বেস প্রাইজ।