পুরোহিতের দেহ কাঁধে শ্বশান যাত্রায় রোজা রাখা কয়েকজন যুবক
কলকাতা টাইমসঃ
করোনা আক্রান্ত ভারতে মানবতার এক অন্য নজির গড়লো মেরঠ। সেখানকার বাসিন্দা ৮৬ বছরের এক পুরোহিত রমেশ মাথুরের মৃত্যুর পর তার মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে এগিয়ে এলেন স্থানীয় মুসলিম যুবকেরা। স্থানীয় কাউন্সিলর মহম্মদ মোবিন জানান, ‘এখন এমন একটা সময়, যখন আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত।’
মেরঠের মুসলিম অধ্যুষিত শাহপীর গেট এলাকায় থাকতেন রমেশ। ছেলে চন্দ্র মৌলি মাথুর জানান, ‘বাবা খাদ্যনালীর সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার হঠাত্ই তার মৃত্যু হয়। লকডাউনের ফলে কোনও আত্মীয়-স্বজন আসতে পারেননি। প্রতিবেশীরাই বাবার দেহ শ্মশানে নিয়ে যেতেন এগিয়ে আসেন।’ যারা ইতিমধ্যেই রোজা রাখার মাধ্যমে রমজান পালন করছেন।