January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘ছেলেরা দেরি করে ফিরলেও তাকে প্রশ্ন করুন, কোথায় ছিলে ?’ -মোদী 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া শহরের ৮ বছরের শিশু আসিফাকে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তাল ভারত। বর্তমানে লন্ডনে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গতকাল বুধবার ভারতীয় প্রবাসীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানেও এই নিয়ে নানান মন্তব্য করেন মোদি।

অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন মোদি। তিনি এও জানান, ভারতের যৌন হয়রানির সাম্প্রতিক ঘটনাগুলো দেশের কাছে লজ্জাজনক। মোদি আরও বলেন, মহিলাদের প্রতি হিংসা উদ্বেগজনক। ধর্ষণ ধর্ষণই। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কোন সরকারের আমলে কী পরিমাণ ধর্ষণ হয়েছে এ নিয়ে তুলনাও অবান্তর। আমরা বলতে পারি না যে ওই সরকারের আমলে এতগুলো ধর্ষণ হয়েছেন, আমাদের সময় এতটা। এর চেয়ে খারাপ পরিস্থিতি আর হতে পারে না।

মোদি আরও বলেন, মেয়ে দেরি করে বাড়ি ফিরলে মা প্রশ্ন করেন কোথায় গিয়েছিলে। রাতে ফোনে কথা বললে প্রশ্ন করেন কার সঙ্গে কথা বলছ। ছেলেরা দেরি করে ফিরলেও প্রশ্ন করা উচিত, ‘কোথায় ছিলে?’ সবার মনে রাখা উচিত যে অপরাধ করছে সে কারও না কারও ছেলে।

 

Related Posts

Leave a Reply