ব্রেক্সিট চূড়ান্ত না হলেও ব্রিটেনের পাসপোর্ট থেকে উধাও ‘ইউরোপিয়ান ইউনিয়ন’!
কলকাতা টাইমসঃ
ব্রেক্সিট এখনো চূড়ান্ত করতে পারেনি ব্রিটিশ পার্লামেন্ট। কিন্তু তার আগেই সেদেশের পার্সপোর্ট থেকে তুলে দেওয়া হলো ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ শব্দটি। ৩০ মার্চ থেকেই নতুন এই পাসপোর্ট চালু করলো ব্রিটেন।
উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র চুক্তি অনুযায়ী গত ২৯ মার্চ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বৃটেনের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল। সেই চুক্তি এখনও পার্লামেন্টে অনুমোদন না পেলেও, পরের দিন থেকেই কার্যকর হলো এই বিধি।