বিয়ের আসরে পাত্রীর নাচ: যা নিয়ে পাত্রের সঙ্গে মারামারি !
কলকাতা টাইমসঃ
এক বিয়ের আসরে পাত্রী ডান্স করায় পাত্রের সঙ্গে তুমুল বচসা থেকে মারামারি। ঘটনার পর ওই পাত্রকে বাদ দিয়ে নিজেরই এক তুতো ভাইকে বিয়ে করেন ওই পাত্রী। ঘটনাটি তামিলনাড়ুর।
জানা যাচ্ছে, তামিলনাড়ু কুড্ডালোরের পানরুতি এলাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মেয়ের বিয়ের দিন ঠিক হয় গত ২০ জানুয়ারি। বিয়ের আসরে পাত্রী তার পরিবারের লোকজনের সঙ্গে নাচতে নাচতে অনুষ্ঠানস্থলে হাজির হন। বিষয়টি ভালো চোঁখে নেননি তার হবু স্বামী। বিষয়টি নিয়ে তর্কাতর্কির সময় আচমকা পাত্রীকে চড় মারেন পাত্র। পাত্রীও পাল্টা চড় কষান পাত্রকে। এমন পরিস্থিতিতে পাত্রীর বাবা ঘটনাস্থলেই সিদ্ধান্ত নেন- যে ছেলে তারই সামনে তার মেয়েকে চড় মারার সাহস করে তার সঙ্গে বিয়ে নয়।