সাংবাদিকের ছদ্দবেশী চীনা গোয়েন্দার কাছে তথ্য বিক্রির অভিযোগ ব্রিটিশ কূটনীতিকের বিরুদ্ধে

কলকাতা টাইমসঃ
চীনের ছদ্দবেশী গোয়েন্দার কাছে তথ্য বিক্রির অভিযোগে উঠলো ব্রিটেনের এক প্রাক্তন কূটনীতিকের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ফ্রাসের ক্যামেরুন নাম ওই কূটনীতিক ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র দফতরে কাজ করতেন। অভিযোগ, সাংবাদিকের পরিচয়ে তার কাছে আসা এক চীনা গোয়েন্দাকে স্পর্শকাতর তথ্য বিক্রি করেছেন তিনি। জানা যাচ্ছে, ব্রিটিশ এবং বেলজিয়ামের গোয়েন্দারা দীর্ঘদিন ধরে যৌথভাবে তথ্য পাচারের অভিযোগের তদন্ত করে আসছিলেন। তাতেই ফ্রাসের ক্যামেরুন নামের প্রাক্তন এই কূটনীতিকের যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়।
অভিযোগ, বিপুল অর্থের বিনিময়ে ছদ্মবেশি চীনা গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করেছেন তিনি। তবে ক্যামেরুনের দাবি গোপনীয় কোনও তথ্য পাওয়ার সুযোগ ছিলো না তার। তার বক্তব্য, ইইউ-এশিয়া সেন্টারের দায়িত্ব পালন করতে গিয়ে চীনের অনেকের সঙ্গেই যোগাযোগ রাখতে হতো তাকে।