তেলেঙ্গানায় খাদে পরে গেলো বাস, নিহত ৪৩

কলকাতা টাইমসঃ
তেলেঙ্গানায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে ৪৩ জন নিহত হয়েছেন বলে খবর। মঙ্গলবার সেখানকার জাগতিয়াল জেলায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যাচ্ছে, কেরালার সরকারি মালিকানাধীন পরিবহনের জাগতিয়ালগামী বাসটি ৫৫ জন যাত্রী নিয়ে শনিভরপেত গ্রামের ঘাট রোডে নিয়ন্ত্রণ হারালে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ২০ জনের মৃত্যু হয়। এদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও দুর্ঘটনায় নিহতদের প্রত্যক পরিবারকে ১০ লাখ টাকা এবং আহতদের বিনা পয়সায় চিকিৎসার কথা ঘোষণা করেছেন।