কেন্দ্রীয় সরকারের ৫০ লক্ষ টাকার দাবিদার প্রায় নেই !
কলকাতা টাইমসঃ
সাস্থকর্মীদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে ৫০ লক্ষ টাকার বীমার কথা এপ্রিলের শুরুতেই জানিয়ে দিয়েছিলো কেন্দ্রীয় সরকার। করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াইয়ের কারণেই তাদের জন্য এই ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিলো। যদিও সব মিলিয়ে ভারতে সুস্থতার হার অনেকটাই বেশি। দেখা যাচ্ছে ভারতে গত পাঁচ মাসে প্রায় ৮৭ হাজার সাস্থকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা মাত্র ৫৭৩ জন।
এদিকে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ৫৭৩ জন স্বাস্থ্যকর্মী মারা গেলেও গত ৫ মাসে এখনো পর্যন্ত মাত্র ১৪৩ টি ইনস্যুরেন্স ক্লেম জমা পড়েছে। মৃত্যুর সঙ্গে বিমার আবেদনের সংখ্যায় এই ফারাক অবাক করেছে বিশেষজ্ঞদের। কেন্দ্রের তরফে স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লাখ টাকার বীমা করা থাকলেও কোনো তারা বিমার আওতায় আসেননি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিভিন্ন রাজ্য সরকার একই ভাবে তাদের মতন করে বীমার আওতায় নিয়ে এসেছিলেন সাস্থ কর্মীদের। তবে কি রাজ্যের নেগলেজেন্সির শিকার হতে হলো এই কোভিড যোদ্ধাদের?