সাংসদদের ৩০ শতাংশ বেতন কাটার সুপারিশ কেন্দ্রীয় সরকারের
কলকাতা টাইমসঃ
সাংসদদের ৩০ শতাংশ বেতন এক বছরের জন্য কেটে নেওয়ার সুপারিশ করলো কেন্দ্রীয় সরকার। আজ সোমবার এই বিষয়ে একটি অর্ডিনেন্স জারি করে কেন্দ্রীয় সরকার। কেটে নেওয়া বা বেঁচে যাওয়া এই পয়সা করোনা মোকাবেলায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের বিরোধী দল কংগ্রেস। শুধু তাই নয়, সরকারের তরফে প্রকাশ জাভড়েকর জানিয়েছেন। বিজেপি সরকারের বেশিরভাগ সাংসদ সেচ্চায় তাদের ৩০ শতাংশ মাহিনা কেটে নেওয়ার আবেদন জানান। শুধু তাই নয়, দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপালরাও একই আর্জি জানিয়েছেন বলে জানান বিজেপি সরকারের এই মুখপাত্র।