January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

৭৫ শতাংশ ভারতীয় জনগণের ভ্যাকসিনের দায়িত্ব নিলো কেন্দ্রীয় সরকার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দেশজুড়ে বাড়তে থাকা প্রবল সমালোচনার মুখে শেষপর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন নরেন্দ্র মোদী। ৭৫ শতাংশ ভারতীয় জনগণের ভ্যাকসিনের দায়িত্ব নিলো কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত দেশের ৪৫ উর্ধ ব্যক্তিদেরই মুফতে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। এরপর থেকেই প্রবল সমালোচনার মুখে পরে তারা। এমনকি সুপ্রিম কোর্টও এই সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে। অবশেষে সেই নীতি বদলাতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার।

আজ, সোমবার বিকেলে জাতির উদ্যেশ্যে ভাষণ দিতে গিয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান আগামী ২১ জুন থেকে এই নীতি কার্যকর করা হবে। একই সঙ্গে তিনি জানান দেশের প্রয়োজনীয় মোট ভ্যাকসিনের ২৫ শতাংশ নির্ধারিত থাকবে বেসরকারি হাসপাতালগুলোর জন্য। যারা পয়সা দিয়ে ভ্যাকসিন নিতে আগ্রহী তাদের জন্য এই ব্যবস্থা বলে জানান প্রধানমন্ত্রী।

Related Posts

Leave a Reply