আগামী নভেম্বর পর্যন্ত ৮০ কোটি ভারতবাসীকে নিখরচায় রেশন দেবে কেন্দ্রীয় সরকার
কলকাতা টাইমসঃ
আগামী নভেম্বর পর্যন্ত ৮০ কোটি ভারতবাসীকে নিখরচায় রেশন দেওয়ার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, গত মে মাসেই প্রাথমিকভাবে জুন মাস পর্যন্ত অর্থাৎ দুই মাসের জন্য কেন্দ্র বিনে পয়সায় রেশন পাওয়ার কথা ঘোষণা করে। আজ আরও ৫ মাসের জন্য এই ব্যবস্থার সম্প্রসারণ ঘটানো হলো।
আজ বিকেল পাঁচ’টায় জাতির উদ্যেশ্যে ভাষণ দিতে এসে শেষ লগ্নে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ভারতে করোনার প্রকোপ বাড়তে শুরু করার পর এপ্রিল মাস থেকে নভেম্বর পর্যন্ত মোট ৮ মাস ফ্রি রেশনের ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার। এবছর আরও ভয়াবহ আকারে ভারতে আছড়ে পরে করোনার দ্বিতীয় ঢেউ। এই বছরেও মোট ৭ মাসের জন্য একই ব্যবস্থার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী।