হঠাৎই নতুন তিলের উদয় বা অদৃশ্য হয়েছে পুরানোটা তাহলে কিন্তু …
তিল সাধারণত জন্মের পর থেকেই গজিয়ে উঠতে শুরু করে, কিন্তু কিছু তিল আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই গজিয়ে উঠতে পারে। এখানে সব ব্যাখ্যাই প্রচলিত ভারতীয় মত অনুযায়ী দেওয়া হলো। শরীরে তিলের অবস্থান, রং, আকার এবং তার অদৃশ্য হয়ে যাওয়া ইঙ্গিত দেয় আপনার ভাগ্যের পরিবর্তনের।শরীরের যে স্থানে তিল থাকলে আপনার সুখ কেউ আটকাতে পারবে না!
শরীরের কণ্ঠার হাড়ের জায়গায় তিল থাকলে, তা ইঙ্গিত করে আপনার বিয়ের পরে ভাগ্য পরিবর্তনের প্রবল সম্ভাবনা।
যদি আপনার নাকের উপরে তিল থাকে এবং আপনার সঙ্গে একের পরে এক খারাপ ঘটনা ঘটতে থাকে। কিন্তু বিয়ের পরে আপনি সুখের মুখ অবশ্যই দেখবেন।
বুকের বাম দিকে তিল থাকলে বলা হয় যে, সেই ব্যক্তি খুবই সহানুভূতিশীল হয়ে থাকেন, কিন্তু জীবনে তাঁকে লড়াই করতে হয়। তবে বিয়ের পরেই এই অবস্থার একাবারেই পরিবর্তন ঘটতে শুরু করে।
ভ্রু-য়ের নীচে তিল থাকলে বিয়ে হওয়ার আগে পর্যন্ত সম্পর্কে জটিলতা কিন্তু বিয়ের পরে সুখের দিন।
পায়ের নীচে যাঁদের তিল থাকে বলা হয় যে, তাঁদের নাকি দেশে ও বিদেশে ভ্রমণের সৌভাগ্য থাকে।
ডান চোখের নীচে তিল থাকলে ধরে নেওয়া যায়, যৌনতা হয়ে উঠতে পারে জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে সেটা বিয়ের পরেই।