ইমরানের বিরুদ্ধে অভিযোগ সেদেশের প্রথম হিন্দু ক্রিকেটারের
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের বিরুদ্ধে বিদ্বেষের অভিযোগ রয়েছে সেদেশের প্রথম হিন্দু ক্রিকেটার অনিল দলপতের। দানিশ কানেরিয়ার ঘটনার পর আবারো মাথা চাড়া দিয়েছে প্রায় ১৭ বছর আগে আনা এই অভিযোগ। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটারের অভিযোগ ছিল বিশ্বজয়ী অধিনায়কের জন্যই তার ক্রিকেট ক্যারিয়ার সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল।
দলপতের অভিযোগ প্রসঙ্গে পরে ইমরান বলেছিলেন, ‘ওর কি মতিভ্রম হয়েছে? এত বছর পরে ও কেন এ সব কথা বলছে! ওর সম্পর্কে মন্তব্য করা সাজে না।’ ১৯৮৩-৮৪ সালে করাচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল অনিলের। অভিষেক টেস্টে ভালই কিপিং করেছিলেন তিনি। ৯টি টেস্ট ম্যাচে তার শিকার ২৫টি। ১৯৮৪-৮৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫২ রানও করেছিলেন অনিল। এটাই ছিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান। ১৫টি ওয়ানডে ম্যাচেও খেলেছিলেন।