November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গোটা রাজ্যকে বিনামূল্যে এই জুস খাইয়ে করোনা তাড়াবেন মুখ্যমন্ত্রী 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

রোনাভাইরাস ঠেকাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যবাসীর জন্য আনারস ও লেবুর জুসের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য একআনাও কাউকে খরচ করতে হবে না। এর খরচ রাজ্য সরকারই বহন করবে।

বিপ্লব জানান, ‘পাবলিক ইমিউনিটি-বুস্টিং প্রোগ্রাম’-এর আওতায় এই সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।ত্রিপুরার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য-ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। সপ্তাহে একদিন হলেও সমস্ত রাজ্যবাসীকে আনারস এবং লেবুর জুস খাওয়াতে হলে, আনারসের অনেক জোগান লাগবে। কোথা থেকে আসবে এত আনারস? অন্য রাজ্য থেকে কি আমদানি করা হবে?

মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরায় প্রতি বছর ১.২৮ লাখ মেট্রিক টন আনারস উত্‍‌পাদন হয়। ফলে, আনারসের জোগান নিয়ে কোনও চাপ নেই। বিপ্লব বলেন, আনারস এবং লেবু ভিটামিন সি সমৃদ্ধ। ইমিউনিটি বাড়ানোর সহায়ক। তার কথায়, এই প্রকল্পটিকে রাজ্যের বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে চাই। যাতে তারা করোনাভাইরাসের মতো অসুখের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন।

Related Posts

Leave a Reply