তীব্র গরমে স্প্রে করা হল শীতল ঘন কুয়াশা
কলকাতা টাইমস :
বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। তীব্র তাপপ্রবাহ চলছে জাপান জুড়ে। এই মওসুমে বিগত কয়েক বছরের তুলনায় গরম পড়েছে অনেক বেশি। ফলে নাজেহাল জাপানবাসী। গরমের হাত থেকে বাঁচতে নতুন উপায় বের করেছে জাপান। বছরের শুরুতেই অবশ্য আবহ বিশেষজ্ঞরা এই রকম গরম পড়ার সতর্কতা জারি করেছিলেন। জাপান সেই গরমের হাত থেকে বাঁচতে সাহায্য নিচ্ছে মিস্ট টেকনোলজির। এই মিস্ট টেকনোলজিকে সহজ বাংলায় বললে কুয়াশা প্রযুক্তি।
এক বিশেষজ্ঞ জানান, তারা মিস্ট-স্প্রে করার মাধ্যমে গরমকে জয় করার চেষ্টা করছেন। রাস্তায় টাঙানো হয়েছে কুয়াশা তৈরি করার যন্ত্র। বিশাল লম্বা তারের মধ্যে দিয়ে কুয়াশা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে গরম অনেকটাই কম অনুভুত হচ্ছে। আরও বলা হয়, রাস্তায় গরম প্রতিরোধক ব্যবস্থার মধ্যে মিস্ট টেকনোলজি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে জাপানে। যেটি তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে আনতে সক্ষম। এছাড়া গরমের মাত্রা অনুযায়ী আরও নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সে দেশে।