শুধু উহান শহরেই মৃত্যু হয়েছে ৪২ হাজার করোনা ভাইরাস আক্রান্ত মানুষের  – KolkataTimes
May 9, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শুধু উহান শহরেই মৃত্যু হয়েছে ৪২ হাজার করোনা ভাইরাস আক্রান্ত মানুষের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তদিনে এটা সকলেই জেনে গেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর। বর্তমানে এই ভাইরাসের প্রকোপে প্রাণ ওষ্ঠাগত বিশ্বের ১৯৯ টি দেশের। প্রথম থেকেই অভিযোগ উঠছিলো মৃত্যুর সঠিক পরিসংখ্যান লুকোচ্ছে বেজিং। সেই অভিযোগকেই আরও একবার সামনে আনলো ‘ডেইলি মেল্’ এর এক প্রতিবেদন।

ওই শহরের বাসিন্দাদের দাবি, করোনায় শুধুমাত্র উহান শহরেই প্রায় ৪২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। অথচ সেদেশের সরকারের দেওয়া হিসেব বলছে, সেখানে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৮১ হাজার। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩,৩০০ জনের।

উহানের বাসিন্দাদের দাবি, প্রতিদিন অসংখ্য মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে সেখানে। তাদের হিসেবে অনুযায়ী প্রতিদিন প্রায় সাড়ে ৩ হাজার মৃতদেহ সৎকার করা হয়েছে। মোট ১২ দিনে কমপক্ষে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে উহানে।

Related Posts

Leave a Reply